2025-02-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আজ থেকে শুরু হল রাজ্যের সমস্ত বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন প্রক্রিয়া

জনতার কলম, ত্রিপুরা আগরতলা, প্রতিনিধি:- মহামারী করোনাভাইরাস আতঙ্কের জেরে অনেকদিন ধরে বন্ধ ছিল রাজ্যের সমস্ত বিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর অনলাইনের মাধ্যমে ক্লাস করানোর প্রক্রিয়া চালু করেন তাতে অনেক ছাত্র ছাত্রীরা নিজ ঘরে বসেই ক্লাস ক্লাস ক্লাস নিতে পারতো এবং যে সমস্ত বিষয়ে তাদের অসুবিধা হতো সেগুলো দূর করতে পারতো। অবশেষে মহামারী করোনাভাইরাস আতঙ্ক কাটিয়ে 7 ডিসেম্বর থেকে শুরু হলো রাজ্যের সমস্ত বিদ্যালয়ের দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন প্রক্রিয়া। এদিন বিদ্যালয়ের এক ছাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকদিন পর বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি ব্যক্ত করেন এবং জানান ঘরে বসে পড়ার চেয়ে বিদ্যালয়ে শান্ত পরিবেশে শিক্ষা নেওয়াটা শ্রেয় বলে।এদিন বিদ্যালয় প্রধান শিক্ষক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অনেকদিন পর বিদ্যালয়ের পঠন পাঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর ছাত্র-ছাত্রীরা অভিভাবকদের সম্মতিক্রমে বিদ্যালয় আসছেন এবং বিগত দিনের তুলনায় উপস্থিতির হার কম থাকলেও ধীরে ধীরে সে হার বাড়বে বলে আশা রাখেন তিনি এবং তিনি আরো জানান করোনা ভাইরাস এর যে সমস্ত রীতিনীতি রয়েছে সেগুলো কে মাথায় রেখে বিদ্যালয়ের পঠন-পাঠন প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে বলে। করোনা আতঙ্ক কাটিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন প্রক্রিয়া শুরু হলেও বিদ্যালয়ে উপস্থিতির হার কম পরিলক্ষিত করা যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা করোনা প্রভাব কমলেও সেই করোনা আতঙ্কে কি নিজের ছেলেমেয়েদের বিদ্যালয় পাঠাচ্ছেন না নাকি অন্য কোন বিষয় রয়েছে, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আশা রাখছেন অভিভাবকরা এই মহামারী আতঙ্ক কাটিয়ে ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিদ্যালয়ে পাঠাবেন বলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service