2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

চলন্ত গাড়ি থেকে ছিটকে পরে আহত বছর পাঁচের এক নাবালক

জনতার কলম,ত্রিপুরা, তেলিয়ামুড়া প্রতিনিধি :- চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত ৫ বছরের একটি নাবালক শিশু পুত্র । বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুরের ওয়াতিলং গ্রামে । ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার দুপুর ২ টা নাগাদ ওই এলাকায় একটি বন বুঝাই বুলেরো ম্যাক্স গাড়ি ওই এলাকায় বন খালি করার পর কয়েকজন শিশু মিলে খেলার ছলে ওই গাড়ির উপরে উঠে যায় । তখন গাড়ির চালক গাড়ি চালাতে শুরু করলে অন্যরা গাড়ি থেকে নামতে সক্ষম হলেও পাঁচ বছরের নাবালক শিশু পুত্র পৃত্তিরাজ জমাতিয়া গাড়ি থেকে নামতে পারে নি । তখন গাড়ি সজুড়ে চললে সে গাড়ি থেকে নামতে চেষ্টা করলে ছিটকে পড়ে যায় । ঘটনার পর তার মা-বাবাকে খবর দিলে উনারা দৌড়ে এসে শিশুটিকে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসে । সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চলছে তার চিকিৎসা ।।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service