জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি পরিচালিত এনডিএ জোট জনগণের রায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর শিল্প বাণিজ্য কৃষি ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান উন্নতি পৃথিবীর অন্যান্য শক্তিধর রাষ্ট্র গুলির কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্বব্যাপী অতিমাত্রিক করোনা আক্রমণে সমগ্র বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। মঙ্গলবার আগরতলার জ্যাকসন গেট স্থিত ফেডারেশনের কার্যালয় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের চেয়ারম্যান সমর রায় সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ সহ কর্মচারী ফেডারেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ জানান নিয়ন্ত্রণে আমাদের দেশে দীর্ঘদিন লকডাউন থাকার শিল্পক্ষেত্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তার কারণে দেশের জিডিপি হার নেমে গেছে 24 শতাংশ কর্মহীন হয়ে পড়ে কোটি কোটি মানুষ কিন্তু লকডাউন শিথিল হবার পর কেন্দ্রীয় সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসনীয় ও সাহসী ভূমিকা দেশের বিশাল অংশের গরিব মেহনতী শ্রমজীবী অংশের বেঁচে থাকার অবলম্বন খুঁজে পেয়েছে বলে জানান সভাপতি শান্তি রঞ্জন ভৌমিক। কেন্দ্র ও রাজ্য সরকার বিনামূল্যে অতিরিক্ত রেশন সামগ্রী সরবরাহের ব্যবস্থা করেছে। বিশেষ ক্ষেত্রে নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে এক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের ভূমিকাও প্রশংসার দাবি রাখে। সিপিআইএম সহ কিছু বামপন্থী ও অন্যান্য বিরোধী দলের এতে গাত্রদাহ শুরু হয়েছে তাই তারা শ্রমিক সংগঠনের আড়ালে নিজেদের রাজনৈতিক অভিসন্ধি পূরণের লক্ষ্যে আগামী 26 শে নভেম্বর 2020 ইং তারিখে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন মনে করে এই রাজ্যের গরীব মেহনতী মানুষের জীবন-জীবিকার উপর নির্মম আঘাত আনতে চলেছে সিপিআইএম সহ বাম সংগঠনগুলোর। আগামী 26 শে নভেম্বর দশটি ট্রেড ইউনিয়নের ধাকা বন্ধকে সমর্থন করেন না ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই বন্ধের পুরোপুরি বিরোধিতা করেন। 26 শে নভেম্বর রাজ্যের সমস্ত স্কুল-কলেজ অফিস-আদালত সব কিছু খোলা রাখার আহ্বান জানান ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি।
রাজ্য
আগামী ২৬ শে নভেম্বর রাজনৈতিক অভিসন্ধি পূরনের লক্ষে ধর্মঘট ডেকেছে বিরোধীরা- সরকারী কর্মচারী ফেডারেশন
- by janatar kalam
- 2020-11-24
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this