জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সাথে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সিদ্ধান্ত অনুসারে রাজ্য সরকার 30 হাজার মানুষকে সামাজিক পেনশনের আওতায় আনার চিন্তা-ধারা করেন। যারা সামাজিক পেনশন এর সুবিধা নিতে ইচ্ছুক তাদের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছিল 18 নভেম্বর দুই হাজার কুড়ি অবধি। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকে পিছিয়ে রয়েছে বলে তাই রাজ্য সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা ভাবনা করে সময়সীমা বাড়িয়ে 30 শে নভেম্বর দুই হাজার কুড়ি অবধি বর্ধিত করা হয়েছে। পাশাপাশি রাজ্যবাসীর কাছে অনুরোধ করা হয়েছে যারা এখনো আবেদনপত্র জমা দেননি তারা যেন 30 শে নভেম্বর এর মধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে আবেদনপত্র জমা দেন।
রাজ্য
সামাজিক পেনশনের আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 30শে নভেম্বর অবধি বর্ধিত করা হলো
- by janatar kalam
- 2020-11-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this