জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বাম আমলে অবৈজ্ঞানিক ভাবে নির্মিত গোমতী জেলা হাসপাতালের অবস্থা দিন দিন খারাপ হতে চলেছে। স্বাস্থ্য পরিষেবা বর্তমানে মোটামুটি ভালো হলেও পরিকাঠামোর দিক থেকে এই হাসপাতাল দিন দিন পিছিয়ে যাচ্ছে। গোমতী জেলা হাসপাতালের দালানবাড়ি টি নিম্নমানের কাজ হওয়ায় তা বহু জায়গায় ফাটল তৈরি হয়েছে। কোথাও কোথাও বটবৃক্ষ গজিয়ে উঠেছে দালান বাড়ির দেওয়ালে। অন্যদিকে রয়েছে পানীয় জলের সমস্যা। স্থানীয় বিধায়ক যদিও এই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছেন তবুও কাজ এখনো শুরু হয়নি। হাসপাতালে লিফট বা বৈদ্যুতিক সিঁড়ি আজ প্রায় এক বছর যাবত খারাপ হয়ে আছে। ফলে রোগীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আবার বহুদিন থেকেই জেলা হাসপাতালের একটি এটিএম বসানোর দাবি উঠেছিল রোগিদের পক্ষ থেকে। আজও এটিএম স্থাপন করা হয়নি। স্বাস্থ্যপরিসেবা মোটামুটি হলেও আশানুরূপ নেই। অন্যদিকে হাসপাতালে থাকা ক্যান্টিনের খাদ্যের মান নিয়েও নানা অভিযোগ শোনা যাচ্ছে। হাসপাতালে পরিছন্নতা আগের তুলনায় কিছুটা ভালো হলেও আশানুরূপ নয়। জেলা হাসপাতালে পানীয় জলের টেপ থাকলেও তা অকেজো হয়ে পড়ে আছে। গোমতী জেলা পরিষদের অথানুকূল্যে নিমিত ১ লক্ষ৮২ হাজার ৬৫০ টাকা ব্যয়ে পানীয় জলের উৎসটি টেপানীয়া আরডিব্লকের সৌজন্য৷ তৈরী করা হয়েছে। কিন্ত স্থানীয় মন্ত্রী প্রণজিত সিংহ রায় বেশ কয়েকবার মাসটার প্ল্যান নিলেও তা এখনো বিশবাঁও জলে। এই সবকিছু মিলিয়ে গোমতী জেলা হাসপাতালে পরিকাঠামোগত এবং স্বাস্থ্যপরিসেবা সম্পর্কিত আরো উন্নতি আশা করছেন গোমতী জেলাবাসী।
রাজ্য
গোমতী জেলা হাসপাতালের লিফট ঠিক করার কেও নেই ?
- by janatar kalam
- 2020-11-20
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this