2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিগত দিনে ট্যাঙ্কটি যে জায়গায় ছিল সেখানে দাঁড়িয়ে কেউ সেলফি নিতে পেরেছেন? : মুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- যে এলবার্ট ইক্কা নিজের প্রানের বলিদান দিয়ে শহর আগরতলাকে বাচিয়েছিল সেই এলবার্ট ইক্কা নাম অনুসারে রাজধানীর লিচু বাগান এলাকায় একটি পার্ক নির্মান করা হয় সেই পার্কে বাংলাদেশের মুক্তি যুদ্ধে শহিদ হওয়া জওয়ানদের নানা স্মৃতি তুলে ধরা হয়েছে এবং সেই যুদ্ধের স্মৃতি হিসাবে যে ট্যাংকটি রাজধানীর পোস্ট অফিস চৌমুনীতে বিরাজিত হয়ে দীর্ঘ ৫০ বছর ধরে রাজ্যের ঐতিহ্য বহন করে চলছে সেটিকে স্থানান্তরিত করা হল এলবার্ট ইক্কা পার্কে। আর সরকারের এই পদক্ষেপে যেমন বিভিন্ন মহল থেকে উঠছে অভিযোগের সুর তেমনই শুনা যাচ্ছে প্রশংসার বানীও। সোমবার এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিগ বিগত দিনে ট্যাঙ্কটি যে জায়গায় ছিল সেখানে দাঁড়িয়ে কেউ সেলফি নিতে পেরেছেন বলে প্রশ্ন রাখার পাশাপাশি তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে ঘটনা আজকের প্রজন্মের অনেকেই জানা নেই কিন্তু যে এলবার্ট একটা পার্ক রয়েছে সেখানে শহীদদের স্মৃতি হিসেবে স্থাপিত করা হলে ট্যাংকের ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম অবগত হবেন। তাছাড়া একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে প্রজন্মের পর প্রজন্ম বলে জানান তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service