জনতার কলম,ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি :- জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- এই বছর করোনা আবহের জন্য মাতাবাড়িতে দেওয়ালী মেলা না হলেও অন্যান্য বছরের ন্যায় এইবারারও মায়ের দেওয়ালীর বিশেষ পূজার্চনা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারী সমস্ত বিধি নিষেধ মেনে মায়ের দর্শন ও পূজো দিতে পারবেন পূর্নার্থীরা। তাই আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে মায়ের মন্দিরকে ইতিমধ্যেই নতুন রঙে রাঙিয়ে তোলা হয়েছে। পাশাপাশি বর্তমানে আলোক সজ্জার কাজ চলছে জোরকদমে। হাতে সময় খুব কম। তাই প্রস্তুতি চলছে জোরকদমে। গোটা মাতাবাড়ি চত্বর এবং ব্রম্মাবাড়ি থেকে মাতাবাড়ি অব্দি জাতীয় সড়কের দু পাশে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে।
রাজ্য
দিপাবলী উপলক্ষে মায়ের মন্দিরকে সাজিয়ে তোলা হচ্ছে
- by janatar kalam
- 2020-11-11
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this