জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- স্থায়ী চাকরির ব্যবস্থা না হওয়া পর্যন্ত 10323 শিক্ষক-কর্মচারীদের কে যেন গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ছিল তাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ ছাড় দেওয়ার জন্য 10323 তিন সংগঠনের পক্ষ থেকে আগরতলা গ্রামীণ ব্যাংকে ধরনায় বসে। আমরা 10323 শিক্ষক কর্মচারী সংগঠন চাকরি থাকাকালীন অবস্থায় গ্রামীণ ব্যাংক থেকে ঋন নিয়েছিলেন কিন্তু তাদের চাকরি যাবার পরও তাদেরকে ঋণের টাকা পরিশোধ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ প্রতিনিয়ত নোটিশ বাড়িতে পাঠাচ্ছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা 10323 শিক্ষক-কর্মচারী সংগঠনের চাকরীচ্যুত শিক্ষকরা তারা দাবি রাখছেন রাজ্য সরকার তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিবেন তারপর তারা ঋণের টাকা পরিশোধ করবেন যতদিন পর্যন্ত তাদের কোনরকম ব্যবস্থা হচ্ছে না ততদিন পর্যন্ত গ্রামীণ ব্যাংক যেন তাদের ঋণের টাকা পরিশোধ তার জন্য ব্যাংক থেকে তাদেরকে চাপ সৃষ্টি যাতে না করা হয় তার জন্য। এদিন ধর্নার পর শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন গ্রামিন ব্যাঙ্কের জেনারেল ম্যানাজার ১০৩২৩ এবং বিস্তারিত ভাবে আলাপ আলোচনা করলেন। গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন যে তাদের এই বক্তব্য গুলো চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবেন বা তুলে ধরবেন এবং আগামী দিনে এই ১০৩২৩ পরিবারগুলির লোন বা ই এম আই কিস্তির নোটিশ বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছিল এগুলো স্থগিত রাখা হবে বলে।
রাজ্য
শেষ পর্যন্ত ঋন স্থগিত থাকার আশ্বাস পেলেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা
- by janatar kalam
- 2020-11-03
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this