2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

সারা দেশে ও রাজ্জে নারীঘটিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার হল সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-সারাদেশে নারীঘটিত অপরাধের জন্য নারীদের ইজ্জত ও সম্মান রক্ষার কোন নিশ্চয়তা নেই। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাসে এক দলিত কিশোরী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশ স্তম্ভিত এবং প্রশাসনের ভূমিকায় ক্ষোভ সাধারণ জনগণের। রাজ্যে ও নারীঘটিত অপরাধ জনিত সংবাদ পাওয়া যায় বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যম চ্যানেলের প্রচারে কিংবা সংবাদপত্রে। নারীঘটিত অপরাধের দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেও পুলিশ প্রশাসন তা নথিভূক্ত করে না এবং ফাস্ট ট্র্যাক কোটে দ্রুত বিচার করে দোষীদের শাস্তি প্রদান করা হয় না এমনই অভিযোগ তোলেন 7 দফা দাবিতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের ত্রিপুরা শাখার কর্নেল চৌমুনি এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সভার মধ্য দিয়ে। এদিনের বিক্ষোভ সভা থেকে উত্তরপ্রদেশের ঘটনার সাথে জড়িত দোষীদের শাস্তি প্রদান করা, রাজ্যে মহিলাদের উপর নির্যাতন গার্হস্থ্য হিংসা ইত্যাদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বিভিন্ন ধরনের মাদক দ্রব্য অশ্লীল প্রচার বন্ধসহ 7 দফা দাবি নিয়ে সোচ্চার হয় সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠন ত্রিপুরা শাখা। নারীঘটিত অপরাধের বিরুদ্ধে বিভিন্ন মহিলা সংগঠন অতীত দিন থেকে বর্তমান এই সময়ে নানা ধরনের আন্দোলন বিক্ষোভ সভা চালিয়ে গেলেও আজ পর্যন্ত নারীঘটিত অপরাধের কোন সুরাহা করতে পারিনি পুলিশ প্রশাসন। রাজ্যের পুলিশ প্রশাসন রাজ্যে নারীঘটিত অপরাধ রোধে কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service