2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো দেশাত্মবোধক সংস্কৃতিক সন্ধ্যা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  শুক্রবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় দেশাত্মবোধক সংস্কৃতিক সন্ধ্যার। এ দিনের এই অনুষ্ঠানে সারা রাজ্যের প্রায় ৪২ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং দেশাত্মবোধক বিভিন্ন সংগীতে নৃত্য পরিবেশন করেন এবং অনেকে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।শুক্রবার অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা যেন প্রতিবছর দেশাত্মবোধক যে ইভেন্টগুলো রয়েছে সেগুলিতে যেন অংশগ্রহণ করতে পারে তার আবেদন জানান উমাকান্ত ইংরেজি মিডিয়াম বিদ্যালয় সংগীতশিক্ষক।

এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছাত্রছাত্রী অভিভাবক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service