জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার উড়জা ভবনে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিজেদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে দপ্তরের পক্ষ থেকে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের ও আয়োজন করা হয় দপ্তরের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের সাথে জড়িত ইঞ্জিনিয়ারদের পাশাপাশি সমস্ত কর্মীদের রাজ্যের সম্পদ বলে আখ্যায়িত করেন এবং সকলেই যেন নিজেদের ও পরিবার পরিজনদের সুরক্ষার কথা মাথায় রেখে নিজেদের কর্মে সাবধানতা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান রাখেন। তাছাড়া রক্তদান প্রসঙ্গে মেয়র বলেন বিগত কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যবাসী এবং সেচ্ছাসেবী সংস্থা ও সংগঠনের নিকট আহব্বান রাখেন সকলেই যেন রাজ্যে রক্তস্বল্পতা দূরীকরণে এগিয়ে আসেন সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন ক্লাব সংস্থা সংগঠন যেভাবে এগিয়ে এসেছেন তা প্রশংসনীয় এবং যে সমস্ত চিকিৎসক ডাক্তাররা এই রক্তদানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মেয়র দীপক মজুমদার তার পাশাপাশি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের এ ধরনের উদ্যোগের জন্য দপ্তরের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিনের অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুভকানন্দ মহারাজ, দফতরের অতিরিক্ত সচিব উদয়ন সিনহা, ডাইরেক্টর ( ফিন্যান্স) বিদ্যুৎহ নিগম এস এস ডোগরা, জেনারেল ম্যানেজার টি পি টি এল রঞ্জন দেববর্মণ সহ অন্যান্যরা।
রাজ্য
স্বাস্থ্য
রাজ্যে রক্তস্বল্পতা দূরীকরণে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান মেয়রের
- by janatar kalam
- 2024-01-19
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this