2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্যে ভয়াবহ বেকার সমস্যার পাশাপাশি ক্রমাগত ভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে : শর্বানী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানালেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের জয়ী করলেই দিল্লিতে সরকার গঠন করা সম্ভব হবে। এতে করে বেকার সমস্যা, নারী নির্যাতন রোধ, কৃষক শ্রমিকদের সমস্যা সুরাহা করা যাবে।সোমবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়।প্রদেশ কংগ্রেস ভবনে হয় সাংবাদিক সম্মেলন।

এদিন মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী তুলে ধরেন রাজ্যে ভয়াবহ বেকার সমস্যার কথা। পাশাপাশি তিনি অভিযোগ করেন রাজ্যে ক্রমাগত ভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে। মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা আক্রান্ত মহিলাদের সঙ্গে দেখা করছেন। তিনি বলেন যেভাবে মহিলাদের উপর আঘাত আসছে তা তোষের আগুনের মতো জ্বলছে এবং তা আগামী দিনে দাবানল হয়ে বের হবে বলে আশা প্রকাশ করেন শর্বাণী ঘোষ চক্রবর্তী।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service