2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে ব্যাপক কর্মসংস্থান তৈরি করছে সরকার : টিঙ্কু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যে কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা করা হচ্ছে । সরকারিভাবেও অনেক ছেলেমেয়েদের নিয়োগ করা হয়েছে । টেট পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত ৬৫৭১ জনকে নিয়োগপত্র দিয়েছে । স্পেশাল এডুকেটর হিসেবে 88 জনকে নিয়োগ করেছে , এছাড়াও এডুকেশন দপ্তরে অন্যান্য পদে ১০০ জনকে নিয়োগ করেছে । টিএসআর এ নিয়োগ করেছে ১৪১৩ জনকে । এসপি উপদে নিয়োগ করেছে ১২৬২ জনকে, টিপিএস এর মাধ্যমে নিয়োগ করা হয়েছে ১২০৪ জন । এছাড়া জে আরবিটির মাধ্যমে নিয়োগ করেছে ১৯৮০ জনকে । এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে সরকার নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে । ভবিষ্যতে এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখবে সরকার । জানিয়েছেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service