2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে পালিত হলো ৭৫ তম রাজস্থান দিবস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজভবনে রাজস্থান রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ৭৫ তম রাজস্থান দিবস পালন করা হয় শনিবার। অনুষ্ঠানে অংশ নেন ত্রিপুরায় কর্মরত রাজস্থানের পড়ুয়া, ব্যবসায়ী সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, খাদ্য দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, রাজ্যপালের বিশেষ সচিব ইউ কে চাকমা, টি এম সির প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসার সি এম সাজের সহ অন্যরা। অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডী নাল্লু সেই রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service