2025-02-26
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

সারা রাজ্যে দারুণ সাড়া মিলছে : জিতেন্দ্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু রামনগর বিধানসভা কেন্দ্র নয়, সারা রাজ্যে দারুণ সাড়া মিলছে। মানুষ গত ১০ বছর ধরে যে অরাজকতা দেখেছে দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে এর থেকে দেশকে মুক্ত করা, নিজেদের অধিকারকে পুনঃস্থাপিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শনিবার রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রতন দাসের সমর্থনে ভোট প্রচারে একথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।

এদিন জয়পুর এলাকা থেকে বের হয় কর্মী- সমর্থকদের নিয়ে মিছিল। এলাকার বিভিন্ন পথ ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন প্রার্থী সহ দলীয় নেতৃত্ব। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, সিপিএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যরা।

এদিন প্রার্থী রতন দাস প্রচারের ফাঁকে বলেন, মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। কোনদিন ছেড়ে যাবেন না। পাশাপাশি এদিনের মিছিল থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service