2024-12-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

রাজ্যে এসে পা রাখলেন সদ্য ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত রাজ্যের বিশিষ্ট সমাজসেবক জালাল মিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে এসে পা রাখলেন সদ্য ডক্টরেট ডিগ্রী প্রাপ্ত রাজ্যের বিশিষ্ট সমাজসেবক জালাল মিয়া। বুধবার দুপুর ২টায় আগরতলা এয়ারপোর্ট জালাল মিয়া পোছতেই শত শত মানুষজন পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে তাকে শুভেচ্ছা জানান। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ কয়েকশো গাড়ি নিয়ে পাড়ি জমায় আগরতলা এয়ারপোর্ট এর উদ্দেশ্যে।

দুইটা বিশ এর বিমানে দিল্লি থেকে আগরতলা এয়ারপোর্টে আসেন জালাল মিয়া। গত একুশে ডিসেম্বর মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তাকে দেওয়া হয়। এছাড়াও এদিনই ডক্টর এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল আওয়ার্ডে তাকে ভূষিত করা হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service