জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার রাজ্যে এসে ছিনবাইজদের খপ্পরে পড়ে আক্রান্ত। সর্বশান্ত খোয়ালেন। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে রবিবার রাতে। জানা গেছে বেসরকারি একটি টেলিকম সংস্থায় কাজ করেন বিহারের বাসিন্দা ইঞ্জিনিয়ার বিকাশ কুমার। তরুণ এই ইঞ্জিনিয়ার মাঝে মধ্যে ত্রিপুরায় আসেন কাজে।
রবিবারও তিনি ট্রেনে আগরতলা এসে অটোরিক্সা করে ঊষাবাজার যাচ্ছিলেন। তখন অটোতে চালক সহ অন্য একজন ছিল। অভিযোগ পথে চা-র সঙ্গে কিছু মিশিয়ে ইঞ্জিনিয়ারকে পান করানো হয়। অভিযোগ পরে অটো করে কোথাও জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও তিনজন লোক ছিল। অভিযোগ তারা বহিঃরাজ্যের ইঞ্জিনিয়ারকে বেধড়ক মারধর করে এবং তাঁর কাছে থাকা টাকা, মোবাইল সহ বিভিন্ন জিনিস নিয়ে যায়।
আরও অভিযোগ তরুণ ইঞ্জিনিয়ারকে জিরানিয়া থানা এলাকায় কোথাও ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশের সহায়তায় জিরানিয়া হাসপাতাল হয়ে পরে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন তরুণ ইঞ্জিনিয়ার। জানা গেছে পুলিশ মামলা নিয়ে তদন্ত করছে। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। শহরের নিরাপত্তা ফের প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। দাবি উঠেছে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির।
Leave feedback about this