2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যে এমন ভয়াবহ অবস্থা আগে কখনও হয়নি, কেউ আতঙ্কিত হবেননা সরকার পাশে আছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। চারি দিকে শুধু জল আর জল। হাজার মানুষ গৃহবন্দি। বিপদ সীমার উপর দিয়ে বইছে রাজ্যের প্রায় অধিকাংশ নদীর জল। এই অবস্থায় রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বৃহস্পতিবার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এদিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুটি হেলিকপ্টার পাঠাচ্ছেন উদ্ধার কার্যের জন্য। এই দুটি হেলিকপটার কাজে লাগানো হবে অমরপুরে উদ্ধার কাজে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজধানীর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্য অফিসাররা।

মুখ্যমন্ত্রী জানান, এমন ভয়াবহ অবস্থা আগে কখনও হয়নি। তিনি সকলের কাছে আহ্বান রাখেন কেউ যাতে আতঙ্কিত না হয়। মুখ্যমন্ত্রী জানান প্রতিনিয়ত মনিটরিং চলছে। হাজার হাজার মানুষ শরণার্থী শিবিরে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service