2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্যের ষাট হাজার পরিবহন শ্রমিক বেকার : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশে প্রায় ১০ কোটির উপর পরিবহন শ্রমিকের জীবন বিপন্ন । ত্রিপুরা রাজ্যে এই সংখ্যা প্রায় তিন লক্ষের উপর । তিন লক্ষ পরিবহন শ্রমিক পরিবহন শিল্পের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করত । রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পর্যায়ক্রমে ৬০ থেকে ৭০ হাজার পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে । বর্তমানে তারা কাজ ও খাদ্যের জন্য রীতিমতো হাহাকার করছে । যার ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশন ।বললেন সিআই টিইউ নেতা তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে । শনিবার সকালে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়ারকার্স ফেডারেশনের উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ রেলির আয়োজন করা হয়েছে । বিক্ষোভ রেলিটি সি আই টি ইউ অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভে সামিল হয়েছে । এদিন প্রাক্তন মন্ত্রী মানিক দে রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে আরও বলেন , ইতিমধ্যেই বহু বাস মালিক তাদের গাড়ি গুটিয়ে নিয়েছে । বেকার পরিবহন শ্রমিকরা কাজ ও খাদ্যের জন্য অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service