2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্যের মানুষ পঞ্চায়েত ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের উচিত শিক্ষা দেবেন এবং তাদের জামানত জব্দ হবে : টিংকু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীনে থাকা গৌরনগর ব্লক এবং চন্ডীপুর ব্লকে ১৬জুলাই মঙ্গলবার দুপুরে নমিনেশন পত্র জমা দিলো বিজেপি দলের প্রার্থীরা। সকাল এগারোটায় শ্রীরামপুর এলাকায় অবস্থিত বিজেপি দলের অফিস থেকে দলীয় প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে চন্ডীপুর ব্লকে গিয়ে বিডিও প্রসেনজিত মালাকারের কাছে নমিনেশন পত্র জমা দেয়।

চন্ডীপুর ব্লকে নমিনেশন পত্র জমা দেওয়ার সময়কালে উপস্থিত ছিলেন ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিমল কর, সন্দীপ দেবরায়, হিমাংশু দাশ, অজয় দেব, বিনয় সিনহা সহ আরও অনেকে। অন্যদিকে বেলা বারোটায় পাইতুরবাজার এলাকায় অবস্থিত বিজেপি দলের অফিস থেকে দলীয় প্রার্থীদের নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে গৌরনগর ব্লকের বিডিও প্রনয় দাসের নিকট নমিনেশন পত্র জমা দেয়।

নমিনেশন পত্র জমা দেওয়ার সময়কালে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দও, ঊনকোটি জেলার বরিস্ট আইনজীবী তথা বিজেপি নেতা সন্দীপ দেবরায়, অরুন সাহা, মফসর আলী সহ আরও অনেক। উল্লেখ্য, চন্ডীপুর ব্লকের অধীনে মোট চৌদ্দটি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এবং চন্ডীপুর পঞ্চায়েত সমিতির অধীনে এগারোটি আসন রয়েছে। ১৬জুলাই মঙ্গলবার চন্ডীপুর ব্লকে চৌদ্দটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনেই প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন এবং চন্ডীপুর পঞ্চায়েত সমিতির এগারোটি আসনেই প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন।

অন্যদিকে গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির অধীনে তেরোটি আসন রয়েছে। মঙ্গলবার কুড়িটি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা প্রতিটি আসনেই প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন এবং গৌরনগর পঞ্চায়েত সমিতির এগারোটি আসনেই প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন বলে জানান কৈলাসহরের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দও।

নমিনেশন পত্র জমা দেওয়া চলাকালীন মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ১৬জুলাই সারা রাজ্যের সাথে কৈলাসহর মহকুমার গৌরনগর এবং চন্ডীপুর ব্লকে বিজেপি দলের প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিয়েছেন এবং নমিনেশন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি বলেও জানান। তাছাড়া, গ্রাম পঞ্চায়েত ভোটে ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেস এবং সি.পি.আই.এম এই দুই দলের চরিত্র নিয়ে তীব্র সমালোচনা করেন। রাজ্যের মানুষ এবারের গ্রাম পঞ্চায়েত ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের উচিত শিক্ষা দেবেন এবং তাদের জামানত জব্দ হবে বলেও জানান।

তাছাড়া আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে দলীয় প্রার্থী নিয়ে বিজেপি দলে কোনো ধরনের অন্তরকোন্দল নেই। বিজেপি দল বিশ্বের মধ্যে একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিজেপি দল একটি বড় পরিবার। বড় পরিবারে মনমালিন্য থাকতেই পারে। সেই মনমালিন্য সবাই মিলে বসে কথা বলে ঠিক হয়ে যায় বলেও মন্ত্রী টিংকু রায় জানান

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service