2025-04-03
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে: আশীষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে ক্রমাগত বৃদ্ধি পাওয়া নারীঘটিত অপরাধ, শিশু ধর্ষনের মত ন্যাকারজনক ঘটনা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচী হাতে নেওয়া হয়। কর্মসূচীর অঙ্গ হিসাবে প্রথমে বিবেকানন্দ ময়দানে একটি পথসভা আয়োজিত হয়, পরে সভাস্থল থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় , এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এসে সমাপ্ত হয়।

এদিন সংবাদ মাধ্যমের সামনে প্রদেশ কংগ্রেস সভানেত্রী রাজ্যে নারীঘটিত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে রাজ্য সরকার যেন কঠোর পদক্ষেপ নেয় এবং বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের জন্য সংরিক্ষত ৩৩% মহিলা সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করার দাবি জানান।

পাশাপাশি এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মহিলাদের বিলাসিতা ও ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করে সুশাসনের নামে দুঃশাসন নামিয়ে আনা হয়েছে। অন্যদিকে রাজ্যে দুর্নীতি সর্বস্তরে মাথা ছাড়া দিয়ে উঠেছে। মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যে সুশাসনের নামে দুঃশাসন চালাচ্ছে শাসক দল বিজেপি। দুর্নীতি সর্বস্তরে মাথা ছাড়া দিয়ে উঠেছে। রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভকর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, সদর জেলা মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী রুপা রায় দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service