2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো মৎস্য দপ্তরের কর্মচারীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক কাজে এগিয়ে এলো মৎস্য দপ্তরের কর্মচারীরা। বুধবার রাজধানীর কলেজটিলাস্থিত ফিশ হেলথ ইনভেস্টিগেশন সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মৎস্য দপ্তরের কর্মীরা এই রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা হীরক সরকার।
তিনি জানান রাজ্যের ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তের সংকট। আগস্ট মাসে স্বাস্থ্য দপ্তর থেকে রক্তদানের জন্য একটি চিঠি পেয়েছিলেন তারা। তারপর দপ্তরের অধিকর্তা বিভিন্ন জেলার কর্মীদের রক্তদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত করে দেন।
নির্দিষ্ট সময় অন্তর অন্তর যাতে তারা রক্তদানে এগিয়ে আসে। সে অনুযায়ী এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service