2024-11-25
agartala,tripura
রাজ্য শিক্ষা

রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের বর্তমান সরকার সকলে নিয়ে চলতে চায়। সেই দিশায় সরকার কাজ করছে।রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে। আইন-শৃঙ্খলার দিক থেকে ২৮ টি রাজ্যের মধ্যে নিচের দিক থেকে ত্রিপুরা রাজ্য তৃতীয় স্থানে রয়েছে। সকল অংশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ডাঃ বি.আর আম্বেদকর স্বর্ণপদক ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ডাঃ বি.আর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার দেওয়া হয়।

রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে হয় এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী সান্তনা চাকমা, বিধায়ক দীপক মজুমদার সহ ওবিসি কল্যাণ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এদিন নিজ হাতে ডাঃ বি.আর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার ও বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার প্রাপকদের হাতে পুরুস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন ডাঃ বি.আর আম্বেদকরের স্বপ্ন ছিল সকল অংশের মানুষের উন্নয়ন। তিনি বলেন,রাজ্যের বর্তমান সরকার সকলে নিয়ে চলতে চায়। সেই দিশায় সরকার কাজ করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী সেই কাজটা করছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে না পারলে সমাজের উন্নয়ন হবে না।

ফলে সমাজ পরিবর্তনও সম্ভব হবে না। সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প চালু করে যাচ্ছে। সকলকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কাউকে পিছনে ফেলে কেউ এগিয়ে যেতে পারে না।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service