2025-02-09
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

রাজ্যবাসীকে চিকিৎসা পরিষেবায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর বিশ্বাস ও ভরসা রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বর্তমানে আমূল পরিবর্তন হয়েছে। রাজ্যের মানুষ এখন হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসা পরিষেবার সুযোগ পাচ্ছেন। রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে। এজন্য গড়ে তোলা হচ্ছে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো। আজ সন্ধ্যায় আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে ৫৫তম অল ত্রিপুরা মেডিক্যাল কনফারেন্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

কনফারেন্সে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে স্বাস্থ্য শিক্ষাতেও সরকার গুরুত্ব দিয়েছে। বর্তমানে রাজ্যে তিনটি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নাসিং কলেজ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবায় প্রধান স্তন্ত হচ্ছেন চিকিৎসকগণ। চিকিৎসকদের সম্মান সমাজে অনেক উপরে। চিকিৎসকগণ সাধারণ মানুষের কাছে থেকে সেবা করার সুযোগ পান। মুখ্যমন্ত্রী চিকিৎসা পরিষেবায় রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর বিশ্বাস ও ভরসা রাখার আহ্বান জানান। তিনি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার এই সম্মেলনের সাফল্য কামনা করেন।

কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের প্রবীণ চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী চিকিৎসকদের হাতে স্মারক উপহার তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ২০২৪ সালের এমবিবিএস পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই স্মরণিকার আবরণ উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা, ডা. সৌমিত্র মল্লিক, ডা. বাসব ঘোষ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডা. অভিজিৎ সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. জয় চক্রবর্তী।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service