2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রাজনৈতিক সহ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে সিপিএম রাজ্য কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্ভবত চলতি বছরের শেষে হতে পারে এডিসি ভিলেজ কমিটির নির্বাচন। এর আগে রাজনৈতিক সহ রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে সিপিএম রাজ্য কমিটি। শুক্রবার মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে হয় বৈঠক।বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচন, সর্বশেষ ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনেও আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ সিপিআইএম দল।

এই অবস্থায় যেকোন সময় ভিলেজ কমিটির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে শুক্রবার বৈঠকে বসে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী,

পলিটব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ন কর, রতন ভৌমিক, নরেশ জমাতিয়া, মানিক দে সহ দলের রাজ্য কমিটির অন্যান্য সদস্যসদস্যারা। এক সাক্ষাৎকারে দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান বৈঠকে আলোচনা ক্রমে আগামী দিনের কর্মসূচী ঠিক হবে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service