2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানী আগরতলার বেশিরভাগ এলাকায় বন্যার জল সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২০ আগস্ট থেকে আগরতলা শহর রাজ্য জুড়ে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। আগরতলা পুর নিগমের উন্নত মানের বন্যার জল নিকাশি পাম্প থাকার পরও অল্প সময়ে বেশি বৃষ্টি হওয়ার কারণে শহর থেকে জল অপসারণ করতে সময় বেশি লেগেছে। তবে বৃহস্পতিবার রাত থেকে রাজধানী আগরতলার বেশিরভাগ এলাকায় বন্যার জল সরে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

কিন্তু এখনো হাওড়া নদীর উপর দিয়ে প্রবল বেগে জল প্রবাহিত হচ্ছে। যার ফলে হাওড়া নদীর পার্শ্ববর্তী ওয়ার্ড গুলির কিছু কিছু জায়গায় এখনো জল দাঁড়িয়ে রয়েছে। শুক্রবার সিটি সেন্টারে পুরো নিগমের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা পুর নিগমের তরফে ৭৫ টি ত্রাণ শিবির খোলা হয়, এরমধ্যে প্রায় কয়েক হাজারের বেশি মানুষ ছিলেন। প্রবাসীর সুবিধার জন্য হেল্প লাইন নাম্বার খোলা হয়েছে।

সেই সঙ্গে ত্রাণ শিবিরে অবস্থানরত মানুষদের রান্না করা খাবার পানীয় জল ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। কর্পোরেটর সহ পুরো নিগমের সকল স্তরের কর্মীরা মানুষের কল্যাণে কাজ করছেন তার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।এদিনের এই সাংবাদিক সম্মেলনে মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার ডা শৈলেস কুমার যাদবসহ অন্যান্য কর্পোরেটরা উপস্থিত ছিলেন।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service