2025-01-05
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজধানীর বাজারগুলিতে রকমারি রাখি নিয়ে বসেছেন দোকানীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখী বন্ধন হল সম্প্রীতির উৎসব। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপণ করা হয়। প্রতিবছর মহা সমারোহে রাখী বন্ধন উৎসব পালন করা হয় রাজ্যেও। এবছর ১৯ আগস্ট রাখী পূর্ণিমা মানে রাখী বন্ধন উৎসব। মাঝে আর এক সপ্তাহ। তবে ইতি মধ্যে দোকানে দোকানে রাখী সমাহার। দোকানীরা রকমারি রাখী সাজিয়ে বসেছেন। রাজধানীর বাজারগুলিতে রকমারি রাখি নিয়ে বসেছেন দোকানীরা।

চাহিদাও ভালো রয়েছে বলে জানান এক বিক্রেতা। ধর্ম- বরণ নির্বিশেষে এই রাখী বন্ধন উৎসব উদযাপন করা হয়। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকে। বোনেরা ভাইদের হাতে রাখী পরিয়ে দেন। বিভিন্ন স্বেচ্ছাসেবি সংস্থা- সংগঠনও রাখী বন্ধন উৎসব পালন করে থাকে।

এই রাখী ভাইদের প্রতি বোনদের ভালবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং বোনকে আজীবন রক্ষা করার ভাইদের শপথের প্রতীক।এই রীতি বহুকাল ধরেই চলে আসছে। এই রাখী বন্ধন উৎসব সম্প্রীতির বার্তা বহন করে। বোনদের রক্ষা করার দায়িত্ব যেমন ভাইদের আছে তেমনি ভাইদের রক্ষা করার জন্য বোনরা ভগবানের কাছে প্রার্থনা করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service