জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার যথাযথ মর্যাদায় পালিত হল রাজ্যের তিন বীর কন্যা শহিদ কুমারী, মধুতি এবং রূপসীর ৭৩তম শহিদান দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিপি আই এম সদর কার্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে শহীদ সংগ্রামী কুমারী, মধুতি এবং রূপসীকে শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
তারপর শহীদ বেদীতে পুষ্প মাল্যদান এবং নীরবতা পালন করেন উপস্থিত নেতৃত্বরা। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিস্তারিত ভাবে জানাতে গিয়ে বলেন আজ থেকে ৭৪ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালের ২৯ শে মার্চ খোয়াই মহাকুমার পদ্মবিল গ্রামে রাজা সৈন্যদের নির্যাতন থেকে রক্ষা করতে গ্রামের মহিলারা রুখে দাঁড়ান।
এবং রাজার সৈন্যরা গুলি ছুরতে শুরু করে সেই সময় কুমারী মধুতি রূপশ্রী এই তিন সংগ্রামী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকে এই শহীদ সংগ্রামে কুমারি মধুতে এবং রুপশ্রী শহীদ দিবস পালন করা হয়। এছাড়া এদিন তিনি আরো বলেন রাজতন্ত্রের যারা ধ্বজাধারী এবং সেই রাজতন্ত্রকে ফিরিয়ে এনে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করতে চাই তারা হলেন রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি। বিজেপির রাজতন্ত্রের পক্ষের লোক। তারা এখন ঐক্যবদ্ধ।
কাজেই কুমারী মধুতী রূপশ্রীর যে আত্মত্যাগ বলিদানের যে লক্ষ্য তা থেকে মুক্ত হওয়ার লড়াই শেষ হয়নি। তাই আজকের দিনে রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে আরো জোরদার লড়াই করতে হবে। যারা এখন বিভিন্ন কায়দায় নানা স্লোগান তুলে শোষন ফিরিয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করতে হবে বলে।
Leave feedback about this