জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার শিশু বিহার স্কুল অডিটোরিয়ামে শিশু বিহার অ্যালামনী এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এসএমসি কমিটির চেয়ারম্যান তথা সদর মহকুমা শাসক অরুপ দেব, কর্পুরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, রাজ্যে সরকারিভাবে যে বারোটি ব্লাড ব্যাংক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে তাতে রক্তস্বল্পতা দেখা দিয়েছিল তা পরিলক্ষিত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা রাজ্যবাসীর কাছে ও সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আবেদন রেখেছিল রক্তদানে এগিয়ে আসার জন্য । তাই সকল সংস্থা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসছে রক্তদানে। যোগান এবং চাহিদের মধ্যে ভারসাম্য রক্ষা করে এ ধরনের রক্তদান শিবির বা স্বেচ্ছা রক্তদানের উৎসব। রক্তের কোন ধরনের ধর্ম নেই রক্তের ধর্ম হচ্ছে মানবতা। নানা ধরনের সমাজসেবামূলক কর্মসূচির পাশাপাশি রক্তদানের মত বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও এগিয়ে আসেন শিশু বিহার অ্যালুমনী তাই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মেয়র এবং আশা ব্যাক্ত করলেন আগামীদিনেও তাদের এধরনের কর্মসূচি জারী থাকবে বলে। এদিনের রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।
রাজ্য
স্বাস্থ্য
রক্তের ধর্ম হচ্ছে মানবতা : মেয়র
- by janatar kalam
- 2023-08-27
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this