2025-04-03
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রক্তদান একটি মহৎ কাজ, যা অন্যের জীবন বাঁচায় এবং নিজের স্বাস্থ্যের জন্য উপকারী: খাদ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণ কোম্পানির ১০ বছর বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। প্রধান অথিতি পর্যটন ও খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন। প্রতিবেশী একটা দেশ থেকে এসে রাজ্যে বেসরকারি ভাবে সব থেকে বেশি কর্ম সংস্থানের ক্ষেত্রে প্রাণ কোম্পানি অন্যতম। এই ধরনের কোম্পানিরাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার ফলে রাজ্যের প্রচুর যুবক যুবতীর কর্মসংস্থান হয়েছে।

বক্তা মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঙ্গলবার আগরতলা বোধজংনগর স্থিত প্রাণ কোম্পানির ১০ বছর বর্ষ পূর্তি উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠানে • অংশগ্রহন করে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি। রাজ্যে দশম বর্ষপূর্তি করে একাদশ তম বর্ষে পদার্পণ করলো বাংলাদেশের প্রাণ কোম্পানি। দশম বর্ষপূর্তি উপলক্ষে প্রাণ ভেভারেজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বুধবার বোধজংনগরে এক রক্তদান শিবিরের আয়োজন করে।

মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাণ কোম্পানির রক্তদান অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে হয় মানুষকেই। রক্তদান একটি মহৎ কাজ, যা অন্যের জীবন বাঁচায় এবং নিজের স্বাস্থ্যের জন্য উপকারী। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী যে কোন মহৎ কাজ যখন আমরা করি তখন আমরা যে কোন যানের মাধ্যমে তার সূচনা করি, আর রক্ত দানের চেয়ে মহত দান আর কোন দান হতে পারে না।

এই রক্তদান শিবিরে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, টিআইডিসি’র চেয়ারম্যান নবাদল বনিক, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আগরতলা শাখার মহারাজ সহ অন্যান্যরা। প্রাণ কোম্পানির রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ প্রদান এবং অভিনন্দন জ্ঞাপন করেন অতিথিরা। রক্তদান শিবির কে কেন্দ্র করে প্রাণ সংস্থার কর্মচারীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service