2024-11-07
agartala,tripura
পর্যটন রাজ্য

যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে,ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে : প্রতিমন্ত্রী সুরেশ গোপী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পর্যটন শিল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিশাল সুযোগ রয়েছে। যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ত্রিপুরায় পর্যটন শিল্পের বিকাশের প্রভূত সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা সফরে এসে পর্যটন দপ্তরের পর্যালোচনা সভায় একথা গুলি বললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

তিনি আহ্বান জানান অন্য রাজ্যগুলির সঙ্গে প্রতিযোগিতার মনোভাব নিয়ে পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসার। মঙ্গলবার তিনদিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। এম বি বি বিমান বন্দরে উনাকে স্বাগত জানায় পর্যটন দপ্তরের অধিকর্তা। পরে রাজ্য রাজ্য অতিথিশালায় পর্যটন দপ্তরের পর্যালোচনা বৈঠক করেন দপ্তরের আধিকারিকদের সঙ্গে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সচিব ইউ কে চাকমা, অধিকর্তা, পর্যটন উন্নয়ন নিগমের এম ডি, পুর নিগমের অতিরিক্ত কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জানান, যুবকদের স্বরোজগারি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। রাজ্যের পর্যটন মন্ত্রী বলেন বৈঠকে বর্তমানে চলা প্রকল্প ও আগামী দিনের পর্যটনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন রাজ্য সরকার পর্যটনের বিকাশে কাজ করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিত পথে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আগরতলা আখাউড়া চেকপোস্ট ঘুরে দেখেন এবং ও এন জি সির প্রধান কার্যালয়ে বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। এদিকে সফরে কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচী রয়েছে ঊনকোটি গোমতী জেলাতেও।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service