2024-12-27
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মোদী সরকার মানুষের সঙ্গে ২০১৪ সাল থেকে প্রতারণা করছে : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং-র সমর্থনে ধর্মনগরে সাড়া জাগানো মিছিল শেষে জনসভা। শনিবার প্রথমে ধর্মনগর শহরজুড়ে হয় রেলি। শহর পরিক্রমা শেষে রেলি ধর্মনগরের জেলা কংগ্রেস ভবনের সামনে শেষ হয়। সেখানে হয় জনসভা।

উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী,সিপিআইএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য পবিত্র কর, সিপিএম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব চয়ন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট অজিত দাস সহ জোটের অন্যান্য নেতারা।

নির্বাচনী সভায় আলোচনা করতে গিয়ে জিতেন চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর যাবত বিজেপি সরকারের স্বৈরাচারী শাসনে মানুষ দিশেহারা। তাই ২৭ টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মানুষের গণতন্ত্র উদ্ধারের জন্য ইন্ডিয়া জোট গঠন করেছে। এই জোট গণতন্ত্র প্রেমী ধর্মনিরপক্ষ সাধারণ মানুষের জোট বলে তিনি দাবি করেন। জিতেন বাবু অভিযোগ করেন মোদী সরকার মানুষের সঙ্গে ২০১৪ সাল থেকে প্রতারণা করছে।

বলা হয়েছিল প্রত্যেক পরিবারের ব্যাংক একাউন্টে ১৫ লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু দশ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো প্রতিশ্রুতি হিসেবে রয়ে গেছে তার বাস্তবায়নের দিকে বর্তমান বিজেপি সরকার এগিয়ে আসেনি। দশ বছর আগে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পূরণ করেনি বলে অভিযোগ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

ত্রিপুরার প্রং টেনে বিরোধী দলনেতা বলেন ২০১৮-তে এই রাজ্যে ভীষণ ডকুমেন্টে বলা হয়েছিল তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল রাজ্য কড়া হবে। ছয় বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের অবস্থার কোন পরিবর্তন হয়নি। তিনি ভোটারদের কাছে আহ্বান জানান ইন্ডিয়া জোট প্রার্থীকে জয়ী করার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service