2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মোদীজি ছাড়া জনজাতিদের বাঁচার রাস্তা নেই : বিকাশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ৩০ -৩৫ বছরে উপজাতিদের কল্যাণে কোনও কাজ করেনি বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট আমলে অনেক পিছিয়ে পড়েছে উপজাতিরা। বর্তমান সরকারের আমলে উপজাতিদের কল্যাণে কাজ হচ্ছে। বললেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। বিগত ৩৫ বছরে অনেক যোজন পিছিয়ে পড়েছে উপজাতিরা। বামফ্রন্টের আমলে কোনও উন্নয়ন হয়নি উপজাতিদের। শিক্ষা স্বাস্থ্য, এলাকার রাস্তাঘাট, পানীয় জলবিদ্যুৎ সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছিল উপজাতিদের। ফলে পাহাড় অঞ্চলে উপজাতিরা দীর্ঘদিন ভুগছিল খাদ্য সংকটেও। কেননা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় উপজাতি অংশের মানুষ তাদের উৎপাদিত পণ্য সামগ্রী নিয়ে শহরাঞ্চলে আসতে পারত না। বর্তমান সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন হয়েছে। ফলে উপজাতিদের মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য কোনও হাহাকার নেই। বললেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, ২০১৮ সালে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধীরে ধীরে উপজাতিদের উন্নয়ন পর্ব চলছে। উপজাতি অনেক এলাকার নাম পরিবর্তন করে স্থানীয় ভাষায় নামাকরণ করা হয়েছে। সিঙ্গার বিল এয়ারপোর্ট এর নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে করা হয়েছে। উপজাতিদের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনকল্যাণমুখী অনেক প্রকল্প রূপায়ণ করে চলেছে। মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতিদের উন্নয়ন করতে হলে মোদিজীর সঙ্গেই থাকতে হবে। মোদীজি ছাড়া জনজাতিদের বাঁচার আর কোন রাস্তা নেই। সুতরাং মোদীজিকে আবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে অগ্রণী ভূমিকা নিতে হবে জনজাতিদের। ভারতীয় জনতা জনজাতি মোর্চা সদর আরবান কমিটির উদ্যোগে দশরথ দেব ভবনে আয়োজিত কার্যকারিনী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জেলা জনজাতি মোর্চার বিশিষ্ট নেতৃবৃন্দ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service