জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার তৈবান্দালে আসন্ন উপ নির্বাচনে ধনপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বিন্দু দেবনাথের সমর্থনে আয়োজিত হয় এক নির্বাচনী সভা। সেই সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, বিধায়ক রামপদ জমাতিয়া , জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী।এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন কমিউনিস্টদের শোষণ ও বঞ্চিত করে রাখা নীতির কারণেই নানান দাবিতে ত্রিপুরায় সময়ে সময়ে আঞ্চলিক দলের জন্ম হয়েছে। রাজ্যের জনজাতি ভাই বোনেদের বিশ্বাস, শুধুমাত্রই সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তাঁদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যের জনজাতিরা মোদীজির আন্তরিকতায়, আর্থ সামাজিক জীবনমান বিকাশের এক উজ্জ্বল দিশা পেয়েছেন। তাছাড়া এদিনের সভার মধ্য দিয়ে সিপিআইএম ও মথা ছেড়ে ৭০০ ভোটার বিজেপিতে যোগদান করে, নবাগতদের দলে বরণ করেন সভায় উপস্থিত অতিথিরা।এদিনের নির্বাচনী সমাবেশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজনৈতিক
রাজ্য
মোদীজির আন্তরিকতায় জীবনমান বিকাশের উজ্জ্বল দিশা পেয়েছে জনজাতিরা : বিপ্লব
- by janatar kalam
- 2023-08-30
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this