2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মোদি চাইছে দুর্নীতি মুক্ত ভারত : শান্তনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে উৎপাদিত দ্রব্যসামগ্রী গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া লক্ষ্যকে সামনে রেখে বুধবার ডিজিটাল বাজারের সূচনা হলো আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে www. ডিজিটাল বাজার ডট কম এর উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা।ছোট ছোট ব্যবসায়ীদের এক ছাদের তলায় নিয়ে আসার লক্ষ্যে বুধবার এক অ্যাপস এর উদ্বোধন হলো।

 

এই উপলক্ষে আগতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ আগরতলার স্থানীয় ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে www. ডিজিটাল বাজার ডট কম নামে একটি অ্যাপসের উদ্বোধন করেন মন্ত্রী সান্তনা চাকমা। এই অ্যাপসের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ীরা তাদের উৎপাদন সামগ্রী দেশ ও বিদেশের বিভিন্ন বাজারে পৌঁছে দিতে পারবে।

 

অনুষ্ঠানে এই উদ্যোগের প্রশংসা করে মন্ত্রী বলেন,  প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমল থেকে করাপশন চলছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশ থেকে করাপশন নির্মূল করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইছেন দুর্নীতিমুক্ত ভারত,করাপশন মুক্ত সমাজ । দেশের প্রধানমন্ত্রী যেখানে গোটা দেশের স্বচ্ছতা চাইছে সেখানে নির্দিষ্ট আইন প্রণয়ন করেই করাপশন মুক্ত ভারত গড়ে তোলা হবে । তিনি আরো বলেন,এই অ্যাপস ব্যবহার করে দেশ ও বিদেশে যেকোন প্রান্তের ক্রেতারা রাজ্যের উৎপাদিত সামগ্রী বুক করে কিনে নিতে পারবেন এই পদ্ধতিতে লাভবান হবেন রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীরা।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service