2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মেরা যুবা ভারতের আত্মপ্রকাশ ৩১ অক্টোবর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের যুবাদের বিকাশে আগামী ৩১ অক্টোবর এক নয়া সংগঠনের আত্মপ্রকাশ করাতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নতুন এই সংগঠনের নাম দিয়েছেন মেরা যুবা ভারত মাই গভ ইন্ডিয়া ।মূলত যুবাদের বিকাশে এই সংগঠন ৩১ অক্টোবর থেকে তার কর্মসূচি শুরু করবে । রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজধানীর শান্তিপাড়ায় মন কি বাত অনুষ্ঠান শুনে এক প্রতিক্রিয়া সাংবাদিকদের সামনে এই তথ্য তুলে ধরেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য । শ্রী ভট্টাচার্য প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে আরও জানান , মনকি বাত অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী vocal ফর লোকালের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন । বলেন প্রত্যেকটি ভারতবাসী দেশীয় পণ্যের ব্যবহারের উপর কঠোর নজর দিতে হবে । স্থানীয় পণ্যসামগ্রীর চাহিদা যত বেশি বৃদ্ধি পাবে , দেশের বেকারদের তত বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে । পাশাপাশি দেশ থেকে মুছে যাবে দারিদ্রতা । দেশীয় পণ্য উৎপাদনের মাধ্যমে দেশের লোকের তখনই কর্মসংস্থান সম্ভব হবে যখন প্রত্যেক জন ভারতবাসী দেশীয় পণ্য ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেবে। মানুষকে বিদেশি পণ্য বর্জন সম্পর্কে সচেতন করে তুলতে হবে । যখনই মানুষ বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্যের ওপর নজর দেবে তখনই ভারত হয়ে উঠবে, এক ভারত ও শ্রেষ্ঠ ভারত । এদিনের মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ ৮ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি ও স্থানীয় কার্যকর্তাগণ ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service