2025-01-12
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মুখ্যমন্ত্রী হবো, স্বপ্ন দেখেছিলাম এবং বাস্তবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি : সাংসদ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হবো… স্বপ্ন দেখেছিলাম এবং বাস্তবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি’বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে এমনটাই বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব। সেই সঙ্গে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি তাদের স্বপ্ন দেখা অত্যন্ত প্রয়োজন।

আর সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে শিক্ষক শিক্ষিকা যেমন প্রয়োজন তেমনি অভিভাবক সহ ছাত্রের সাহসিকতা ও অত্যন্ত জরুরি। এদিন আরো বলেন, এদিন বিপ্লব দেব বলেন যে জীবনে স্বপ্ন দেখতে জানে, সে স্বামীবিবেকানন্দ হতে ,পারে, যে জীবনে স্বপ্ন দেখতে জানে, সেই নেতাজি সুভাষ চন্দ্র বসু হয়ে ইংরেজকে তাড়ানোর জন্য অঙ্গীকার বদ্ধ হতে পারে আর যে জীবনে স্বপ্ন দেখতে জানে সেই চা বিক্রেতা থেকে দেশের প্রধানমন্ত্রী হতে পারে।

তিনি বলেন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হবে কেউই জানতো না, কিন্তু নির্বাচনের আগেই আমার মনে বিশ্বাস ছিল আমি মুখ্যমন্ত্রী হবো। শনিবার অফিসটিলা নতুন টাউন হলে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিন বিভিন্ন ইভেন্টে সেরা বিদ্যার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা, বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান তথা আইনজীবী নিতাই চৌধুরী সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ ছাত্রছাত্রীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service