2025-07-20
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মায়ের নাম একটি গাছ, অভিযানে অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মায়ের নাম একটি গাছ, অভিযানে অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। নিজ উদ্যোগেই এই কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। বৃহৎ পরিসরে গাছ লাগানোই মূল লক্ষ্য। তার জন্য বাইপাস রোডকেই বেছে নিয়েছেন সাংসদ রাজীব বাবু। এই মহৎ উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা যেমন বাড়ছে, তেমনি প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ববোধও আরও দৃঢ় হচ্ছে।

শনিবার খয়েরপুর আমতলী বাইপাস রোডে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা দেশজুড়ে “একগের মা কেনাম” অভিযান ব্যাপক সাড়া ফেলেছে।

ই অনন্য উদ্যোগের অংশ হিসেবে খয়েরপুর আমতলী বাইপাসের দুই প্রান্তে এক বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই দিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী, ভারপ্রাপ্ত জেলা সভাপতি প্রতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service