জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলীয় সদস্যতা অভিযানে অংশ নিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। অনলাইনে সদস্য সংগ্রহ করলেন।সর্বভারতীয় কর্মসূচীর অংশ হিসেবে ত্রিপুরায়ও চলছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। দ্বিতীয় ধাপে চলছে এই অভিযান। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে সদস্য সংগ্রহ। রাজ্যের বিভিন্ন জায়গায় সদস্যতা অভিযানে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংসদ থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা।
বুধবার সদস্যতা অভিযানে শামিল হলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন দুপুরে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অধীন আড়ালিয়া কমিউনিটি হলে সদস্যতা অভিযানে উপস্থিত ছিলেন। বিজেপি প্রতাপগড় মণ্ডলের তরফে হয় এই কর্মসূচী। উপস্থিত ছিলেন সাংসদ ছাড়াও, বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ অন্যরা।
এদিন সাংসদ বিপ্লব ভট্টাচার্য অনলাইনে লোকজনকে সদস্যপদ গ্রহণ করান। পরে প্রতিক্রিয়ায় বিপ্লব কুমার দেব বলেন, সাংসদ আরও বলেন, সারা দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বিকাশের কাজ চলছে সেই বিকাশের ফল ভারতের বিভিন্ন জায়গায় দেখা যায়। মানুষ বিজেপির সদস্যপদ নিতে চায়, বিজেপির সঙ্গে থাকতে চায়।
তিনি আশা করেন ত্রিপুরার যে লক্ষ্যমাত্রা তা নির্দিষ্ট তারিখের আগেই পূরণ হয়ে যাবে। সদস্যতা অভিযানের মাধ্যমে বিজেপি নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে। সারা দেশে এখন পর্যন্ত ১০ কোটি সদস্য হয়ে গেছে বিজেপির। রাজ্যে সদস্য সংগ্রহ হয়েছে ৮ লাখ ২২ হাজারের মতো।
Leave feedback about this