2025-02-25
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

মানুষ আর ইভিএমকে বিশ্বাস করে না : প্রিয়াঙ্কা গান্ধী

জনতার কলম ওয়েবডেস্ক :-শনিবার জয়পুরের বিদ্যাধর নগর স্টেডিয়ামে ‘ন্যায়পত্র মহাসভা’য় ভাষণ রাখতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিলেন যে আজ দেশে বেকারত্ব চরমে, বিজেপি সরকার ১০ বছর ধরে এই সমস্যার জন্য কিছুই করেনি। বিজেপি এবং মোদী সরকার বেকারত্ব দূর করতে কী করেছে? প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি। অগ্নিবীর সেই স্কিম নিয়ে এসেছিলেন যা যুবকদের আশাকে ভেঙে দিয়েছে। প্রতিটি রাজ্যে কাগজপত্র ফাঁস হচ্ছে। কৃষকরা রাস্তায় প্রতিবাদ করছে কিন্তু প্রধানমন্ত্রী মোদী তাদের কথা শুনতে প্রস্তুত নন।

আপনারা যে ভোট দিতে যাচ্ছেন তা দেশের গণতন্ত্র রক্ষা করবে। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমাদের গণতন্ত্র কতটা বিপদে পড়েছে। কারণ গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যেসব বড় প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল সেগুলো দুর্বল হয়ে পড়ছে এবং অপব্যবহার হচ্ছে। আজকে পরিস্থিতি এমন যে, ইভিএমে মানুষের আর আস্থা নেই। জনগণের আর ইভিএমে আস্থা নেই। তারা জানে না যে তারা যাকে ভোট দেবে সে একই ব্যক্তির কাছে যাবে কি না।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘তরুণরা কঠোর পড়াশোনা করে, কিন্তু কাগজপত্র ফাঁস হয়ে যায়। মুদ্রাস্ফীতি চরমে, নারীদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। কৃষকরা প্রতিবাদ করলেও শোনেন না প্রধানমন্ত্রী মোদী। সব কিছুর ওপর জিএসটি আছে, পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁয়া। গত ১০ বছর ধরে দেশের সম্পদ বড় শিল্পপতিদের হাতে চলে যাচ্ছে। শিল্পপতিদের কোটি কোটি টাকার ঋণ মওকুফ করা হলেও গরিবদের এক টাকাও মাফ হয় না। কংগ্রেস রাজস্থানে চিরঞ্জীবী স্কিম নিয়ে এসেছিল, যা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। তারপরও টিভি চ্যানেল ও সংবাদপত্রে এসব দেখতে পাবেন না। দেশের আজ এই অবস্থা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service