2025-07-23
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

মানষের দুয়ারে ফের উন্নয়নকে পৌঁছে দিতে বুথভিত্তিক ১০ লক্ষ দেওয়া হবে: মমতা

জনতার কলম ওয়েবডেস্ক :- মানষের দুয়ারে ফের উন্নয়নকে পৌঁছে দিতে নতুন পরিকল্পনা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধপাধ্যায়। এই নতুন কর্মসূচিতে বুথভিত্তিক ১০ লক্ষ টাকার কাজ হবে। এক্কেবারে বুথস্তরে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান করে উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়াই মুখ্যমন্ত্রীর লক্ষ্য। তাঁরই মস্তিষ্কপ্রসূত এই কর্মসূচি ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ৩টি করে বুথ নিয়ে একটা ক্যাম্প হবে। সেখানে সমস্যার সমাধানে থাকবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় মোট ৮০ হাজার বুথ রয়েছে। রাজ্য সরকার মোট ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে নতুন এই কর্মসূচিতে। অর্থাৎ প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ হচ্ছে। এই টাকায় মূলত পাড়ার ছোট ছোট কাজ হবে। সারা দেশে এ-ধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে এখানে। আগামী ২ অগাস্ট থেকে রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হবে। পাড়ার সমাধানে বরাদ্দ দু’মাস।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service