2025-05-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

মানব জীবনকে বাঁচিয়ে রাখতে হলে বন অত্যন্ত গুরুত্বপূর্ণ: বনমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানব জীবনকে বাঁচিয়ে রাখতে হলে বন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মানুষের অসচেতনতার দরুণ দিন দিন বনের আয়তন কমছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলকে এক জোট হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে বনজ সম্পদ পাচারকারীদের হাত থেকে বনকে রক্ষা করতে হলে তৃণমূলস্তরের বন রক্ষা কর্মীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও উন্নত ধরনের পরিকাঠামো তৈরি করতে হবে। আজ বন দপ্তরের উদ্যোগে হাতিপাড়াস্থিত ত্রিপুরা স্টেট ফরেস্ট একাডেমির মাঠে রাজ্যের তৃণমূলস্তরে বনরক্ষা পদ্ধতিকে আরও শক্তিশালী করা শীর্ষক এক কর্মসূচির উদ্বোধন করে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একথা বলেন। আজ এই অনুষ্ঠানে ৫৮টি মোটরসাইকেল রাজ্যের প্রত্যেক জেলার রেঞ্জারদের হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, এবছর আরও বেশি সংখ্যায় গাছ লাগানো হবে। রাজ্যের বনভূমিকে সুরক্ষা প্রদানের জন্য আজ যে মোটরসাইকেলগুলি দেওয়া হয়েছে তা ব্যবহৃত হবে। আগামীদিনে বন সুরক্ষায় আরও উন্নত পরিকাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি.সি.সি.এফ. (এ.পি.আর. অ্যান্ড প্রোটেকশন) চৈতন্য মূর্তি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান সচিব এবং হেড অব ফরেস্ট ফোর্স আর.কে. শ্যামল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি.সি.সি.এফ. (পি. অ্যান্ড ডি.) প্রবীন আগরওয়াল, সি.সি.এফ. (টেরিটোরিয়াল) ড. কে. শশীকুমার সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক এবং কর্মীগণ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service