জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংখ্যালঘু মোর্চা সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় জন জমায়েত। উক্ত এই জন জমায়েতের প্রধান বক্তা ছিলেন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী। রবিবার দুপুরে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এই জন জমায়েত। উক্ত জন জমায়েতে ভাষণ রাখতে গিয়ে সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী বলেন, কংগ্রেস এবং সিপিএম দল গোটা দেশে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তাদের নিজের ভোট বেঙ্ক করে রাখত। উন্নয়নের সময় হলে তখন সংখ্যালঘুদের আর কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো না। কংগ্রেসের আমলে এই সংখ্যালঘুরা ছিল সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ।বর্তমান বিজেপি সরকারের আমলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরির ক্ষেত্রেও সংখ্যালঘুদের এখন বিশেষ সুযোগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজটি সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যালঘু অংশের মানুষদের জন্য তা হলো সংখ্যালঘু মহিলাদের তিন তালাক প্রথা বন্ধ করা এবং মহিলাদের জন্য পাকা শৌচালয় এবং গ্যাসের সিলিন্ডার প্রদান করা। তাই এই দেশের সংখ্যালঘুরা ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় চাইছে। ত্রিপুরার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এটা তার দ্বিতীয় বার ত্রিপুরা সফর, প্রথমবারের তুলনায় এবার আকাশ পাতালের তফাৎ দেখতে পাচ্ছি রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এই সরকারের আমলে। সংখ্যালঘু দলের হয়ে কাজ এবং সরকার পরিচালন এর সাহায্য করছেন সরকার এবং সংখ্যালঘুদের মাঝখানে যে দেওয়াল ছিল তা এখন আর নেই। এদিনের এই জনজমায়েতে আরো ভাষন রাখেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদের এ জনজমায়েতে সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, নলছর এলাকার বিধায়ক কিশোর বর্মন, বিজেপি সিপাহীজলা দক্ষিণাঞ্চের সভাপতি দেবব্রত ভট্টাচার,জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃত্বরা। এদিনেরই জন জমায়েতে সাধারণ মানুষের উপস্থিতিতে সোনামুড়া টাউনহলের কানায় কানায় ছিল পরিপূর্ণ।
রাজনৈতিক
রাজ্য
মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার দিতে হবে : রাজীব
- by janatar kalam
- 2024-02-25
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this