জনতার কলম ওয়েবডেস্ক :- রাজ্য প্রশাসনে মহিলাদের অংশগ্রহণ বেশি থাকলে প্রশাসন স্বচ্ছতার সঙ্গে চলে।আমজনতা ভালো পরিষেবা পায়। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা চালু করেছে সরকার। শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে একথা বললেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা দশে পশ্চিম জেলার বেশ কয়েকজন ছাত্রী রয়েছেন। সেই কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় ।
বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচীর অঙ্গ হিসেবে পশ্চিম জেলা প্রশাসন ও সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের তরফে হয় এই অনুষ্ঠান। প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি আর্থিক পুরষ্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, জেলা শাসক সহ অন্যরা। সংবর্ধনা পেয়ে খুশি ছাত্রীরা।
Leave feedback about this