2024-12-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাষ্পিয়ন জম্পুই জলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতার চ্যাষ্পিয়নের খেতাব নিজেদের ঘরে তুললো জষ্পুইজলা প্লে সেন্টার। প্রতিযোগিতার শিরোপা দখলের লড়াইয়ে তথা সুপার লিগের শেষ ম্যাচে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এিপুরা স্পোর্টস স্কুল ও জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে স্পোর্টস স্কুলকে পরাজিত করে চ্যাষ্পিয়ন হয় জষ্পুইজলা প্লে সেন্টার। ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টার এর হয়ে জয় সূচক গোলটি করে সংগীতা রায়। সুপার লিগে জষ্পুইজলা অপরাজিত থেকে ৯ পয়েন্ট সংগ্রহ করে চ্যাষ্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে নেয়। অন্যদিকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগের রার্নাস হয়ে সন্তুুষ্ঠ থাকতে হয় এিপুরা স্পোর্টস স্কুলকে। ম্যাচ শেষে জয়ী দল তথা চ্যাষ্পিয়ন দলের হাতে নগদ ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন শ্যাম সুন্দর কোং জুয়েলারীর অন্যতম ডাইরেক্টটর অর্পিতা সাহা।বিজয় দলের হাতে পুরস্কার তুলে দিয়ে এদিন অর্পিতা সাহা বলেন, মহিলারা যত বেশি এগিয়ে যাবে, তত বেশি তাদের অধিকার আদায় করতে সক্ষম হবে। তাই খেলাধুলায় আরো বেশি করে মহিলারা এগিয়ে আসতে হবে। এদিন রার্নাস দল এিপুরা স্পোর্টস স্কুলের হাতে ১০ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার। লিগের সেরা জষ্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার রিংকু খাতুন এর হাতে ট্রফি তুলে দেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। ফাইন্যাল ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ম্যাচে জয় সূচক গোল করা সংগীতা রায়।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service