2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক রাজ্য

মহিলাদের আত্ম নির্ভরতা চাইছেন প্রধানমন্ত্রী : রতন 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সোনামুড়া মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে যাওয়ার সময় মন্ত্রী রতন লাল নাথ মন কি বাত অনুষ্ঠান শুনতে হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েন বিশালগড়ের গ্রীন এরো ক্লাবে। বিধানসভা কেন্দ্রের ৪১ নং বুথ ছিল এই এলাকা। দলীয় কার্যকর্তাদের সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শুনে প্রসন্নতা বোধ করেন মন্ত্রী রতন লাল নাথ। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মহিদের আত্ম নির্ভরতার উপর বার বার গুরুত্ব দিচ্ছেন। আমরাও সেই দিশাতেই চলছি। প্রসঙ্গত প্রতিমাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন রাজ্যের এক একটি উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরেন। গুরুত্ব আরোপ করেন ভোকাল ফর লোকাল এর উপর। আর এই কর্মসূচির মাধ্যমে প্রতিনিয়ত আত্মনির্ভরতার দিকে হাঁটছে দেশের যুবক-যুবতী বিশেষ করে মহিলারা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান দেশবাসীর কাছে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service