2025-10-02
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

মহানবমীর পুণ্যলগ্নে আগরতলা দুর্গাবাড়িতে দেবী দর্শনে রাজীব ভট্টাচার্য্য, উৎসবমুখর পরিবেশে ভক্তসমাগম

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মহানবমীর পবিত্র দিনে আগরতলার ঐতিহাসিক দুর্গাবাড়ি মন্দিরে স্বপরিবারে উপস্থিত হয়ে দেবী দুর্গার আশীর্বাদ গ্রহণ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। দেবী আরাধনার এই শুভ মুহূর্তে মন্দির প্রাঙ্গণ ভক্তদের উপচে পড়া সমাগমে মুখরিত হয়ে উঠেছিল, যা শহরে উৎসবের আমেজকে আরও গাঢ় করেছে।

এদিন দেবী দুর্গাকে মহাগৌরী রূপে আরাধনা করা হয়। মহানবমীর বিশেষ পুজো, চণ্ডীপাঠ, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে মন্দিরে ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। পূজার্চনা শেষে দেবীর চরণে প্রার্থনা জানিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, “মহানবমীর এই পুণ্যলগ্নে মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন বিশ্বের মানবজাতির কল্যাণ ও শান্তি প্রদান করেন।”

সকাল থেকেই আগরতলার দুর্গাবাড়ি মন্দিরে ভক্তদের ঢল নামে। রাজ্যবাসী ছাড়াও বহু দর্শনার্থী এই মহামুহূর্তে দেবী দর্শন ও পুজোয় অংশ নিতে সমবেত হন। পূজোকে কেন্দ্র করে গোটা আগরতলা শহর উৎসবের আলোয় ঝলমল করে ওঠে। মন্দির প্রাঙ্গণে ভক্তি, আনন্দ আর ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়।

দুর্গাবাড়ির এই ঐতিহ্যবাহী পুজো ত্রিপুরার সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। মহানবমীর এই পবিত্র দিনে শহরবাসী একত্রিত হয়ে দেবী দুর্গার কাছে মঙ্গল কামনা করেন, যা আগরতলার উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service