2025-10-02
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

মহানবমীতে দুর্গাবাড়িতে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, রাজ্যবাসীর মঙ্গল কামনা

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- মহানবমীর পবিত্র তিথিতে আজ রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গাবাড়ি মন্দিরে দেবী দুর্গার দশভূজা রূপের আরাধনায় অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এদিন সকালে মুখ্যমন্ত্রী পূজা মণ্ডপে উপস্থিত হয়ে দেবীর চরণে প্রণাম নিবেদন করেন এবং রাজ্যবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ে। পূজার্চনা শেষে মুখ্যমন্ত্রী বলেন, “মহানবমীর এই শুভ দিনে দেবীর কাছে প্রার্থনা করি—ত্রিপুরা যেন ঐক্য, সম্প্রীতি ও উন্নতির পথে এগিয়ে যায়।” দুর্গাবাড়ির ঐতিহ্যবাহী পূজাকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তারও কড়া ব্যবস্থা করা হয়েছে।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service