2025-04-06
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু নাবালকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও পথের বলি এক, ঘটনা বিশ্ববিদ্যালয়ের সামনে। শুক্রবারএক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু নাবালক বাইক চালকের। আগরতলা সাক্রম জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিল। দ্রুতগতির রেনে যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক দিয়ে আসা একটি লরির সাথে দুর্ঘটনার কবলে পড়ে যুবকটি। লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

মৃত নাবালক বাইক কৃষাণ সরকার। বাড়ি আমতলী থানাধীন রাঙ্গামুড়া গাবতলী এলাকায়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানার এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলী থানার পুলিশ।

অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা লরির চাকার নিচ থেকে যুবকটিকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের পর পরিবারে হাতে মৃতদেহ তুলে দেয়া হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service