জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথের বক্তব্যে ক্ষুব্ধ ট্রানজেনডার কমিউনিটি ও সোশ্যাল ওয়েল ফেয়ার কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, কিছুদিন আগে মন্ত্রী একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন ছেলে থেকে মেয়ে হচ্ছে আবার মেয়ে থেকে ছেলে হচ্ছে, এসব কি চলছে? মন্ত্রী এই বক্তব্যে তারা ক্ষুব্ধ এবং অপমানিত বলে দাবি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযোগ জানানো হয়। স্বভিমান নামে একটি সংগঠনের ব্যানারে তারা এদিন এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের এই সাংবাদিক সম্মেলনের পর বুদ্ধিজীবী মহল এর অনেকেই তাদের দাবির বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এ বিষয়ে অনেকের অভিমত মন্ত্রী শ্রীনাথ লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তার মনে যে প্রশ্ন এসেছিল তা তিনি খোলা মনে জানতে চেয়েছেন। কাউকে অপমানিত করার উদ্দেশ্যে কোন কোন ব্যাঙ্গাপ্ত কথা বলেননি। তারা যেমন তাদের বাক স্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন, ঠিক তেমনি একজন ভারতীয় নাগরিক হিসেবে মন্ত্রীরও মত প্রকাশের অধিকার রয়েছে।
রাজ্য
মন্ত্রী রতন লাল নাথের বক্তব্যে ক্ষুব্ধ এবং অপমানিত বলে দাবি ট্রানজেনডার কমিউনিটির
- by janatar kalam
- 2024-02-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this